25383

04/04/2025 বিকল্প ব্যবস্থা না করে রিকশা বন্ধের বিপক্ষে ডেপুটি স্পিকার

বিকল্প ব্যবস্থা না করে রিকশা বন্ধের বিপক্ষে ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক

২১ মে ২০২৪ ১৬:৪৯

বিকল্প ব্যবস্থা না করে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক বন্ধের বিপক্ষে এবার নিজের অবস্থান জানালেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

মঙ্গলবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘দেশে ব্যাটারিচালিত রিকশা এনেছিল বিএনপি সরকারের মন্ত্রী নাজমুল হুদা। এরপর বাড়তে থাকে। কিন্তু যখন কম ছিল তখনই বন্ধের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। হুট করে বন্ধ করা যাবে না, এখন বন্ধ করতে হলে বিকল্প ব্যবস্থা দরকার।’

শামসুল হক টুকু বলেন, ‘সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে ধীরে ধীরে কীভাবে বন্ধ করা যাবে। বাংলাদেশ তো আগের মতো নেই, তারা তো স্মার্ট রিকশাওয়ালা হবে।’

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককেও দায়িত্বশীল নাগরিক হতে হবে বলে মন্তব্য করেন ডেপুটি স্পিকার।

তিনি বলেন, ‘বাংলাদেশের চিহ্নিত শত্রু দুটি। এক জামায়াতে ইসলামী, আরেকটা ২১ আগস্টে বঙ্গবন্ধুকন্যাকে হত্যা করতে চেয়েছে, তারা শুধু সেদিনই নয় আরও একাধিকবার চেষ্টা করেছে। বঙ্গবন্ধুকন্যা কাউকে ভয় পান না, মৃত্যুকে পায়ের ভৃত্য মনে করে এগিয়ে যাচ্ছেন। এই বাঙালি জাতিকে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক দেশে উন্নীত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।’

বঙ্গবন্ধু একাডেমির সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওলাদ হোসেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]