25438

04/07/2025 চট্টগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রাম থেকে

২২ মে ২০২৪ ১৬:১৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বাঁশখালীর ছনুয়া ও উত্তর জলদী এলাকায় পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়।

তারা হলো- দেড় বছরের শিশু রোমাইসা জান্নাত ও দুই বছরের শিশু আবির।

জানা গেছে, বুধবার (২২ মে) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছনুয়া মধুখালী ইসহাক মুন্সির বাড়িতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় মারা যাওয়া শিশু রোমাইসা ওই এলাকার আব্দুল্লাহ্ আল মামুন ফয়সালের মেয়ে।

এক দশকে পানিতে ডুবে মারা গেছেন ৩৬ হাজারেরও বেশি অভিবাসী : জাতিসংঘ
অপরদিকে ৫ ঘণ্টা পর দুপুর ১টার দিকে বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরে ডুবে আবির নামে দুই বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়। পৌরসভার উত্তর জলদী ৪ নং ওয়ার্ডের নেয়াজর পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মারা যাওয়া আবির জলদী পৌরসভা এলাকার সিএনজিচালিত অটোরিকশা চালক আবু হামিদের ছেলে।

মারা যাওয়া আবিরের চাচা বলেন, বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অগোচরে আবির পুকুর পড়ে যায়। তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির মধ্য থেকে শব্দ পাওয়া গেলে আমরা তাকে পানির নিচ থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, পানিতে পড়ে যাওয়া আবির নামে এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তবে তার আগেই শিশুটির মৃত্যু হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: shomoynews2012@gmail.com, shomoynews@yahoo.com