25692

03/13/2025 বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক, সাজেকে অর্ধশতাধিক পর্যটক আটকা

বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক, সাজেকে অর্ধশতাধিক পর্যটক আটকা

জেলা সংবাদদাতা, রাঙামাটি

২৮ মে ২০২৪ ১৬:৫২

অতিবৃষ্টির ফলে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটির সাজেকে অর্ধশতাধিক পর্যটক আটকে থাকার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে টানা বর্ষণের ফলে দীঘিনালা-সাজেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় পর্যটকরা আটকা পড়েছেন।

জানা যায়, দীঘিনালার সাজেক সড়কের কবাখালি এলাকা পাহাড়ি ঢলে তলিয়ে গেলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে সাজেক থেকে কোনো গাড়ি খাগড়াছড়ি শহরে আসতে না পারায় পর্যটকরা আটকে যান।

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াছিন আরাফাত বলেন, আজকে সকালে কোনো গাড়ি যেতে পারেনি। অন্যদিকে গতকাল যে সকল গাড়ি গিয়েছে তা আজ ফিরতে পারেনি।

তিনি আরও বলেন, আমাদের ৩-৪টি গাড়ি সাজেকে আটকা পড়েছে। আনুমানিক ৫০-৬০ জন পর্যটক রয়েছে সাজেকে।

সাজেক জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক ইয়ারং ত্রিপুরা কনক বলেন, পাহাড়ি ঢলের কারণে বাঘাইহাটে রাস্তায় পানি উঠায় সকালে গাড়ি ছেড়ে যায়নি। এই মুহূর্তে খুব বেশি পর্যটক সাজেকে অবস্থান করছেন না। সব রিসোর্ট-কটেজ মিলিয়ে ৫০-৬০ জন পর্যটক আছেন। তারা রুমেই অবস্থান করছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]