25706

09/08/2024 ৭ দিনের মধ্যে স্কোরবোর্ডের অবস্থা জানতে চান পাপন

৭ দিনের মধ্যে স্কোরবোর্ডের অবস্থা জানতে চান পাপন

ক্রীড়া ডেস্ক

২৮ মে ২০২৪ ১৯:৩৬

চীনের দুঃখ হোয়াংহো নদী, বাংলাদেশ সাঁতারের দুঃখ ইলেকট্রনিক স্কোরবোর্ড। কয়েক কোটি টাকা ব্যয়ে বানানো স্কোরবোর্ড অচল শুরু থেকেই। জাতীয় বা বয়সভিত্তিক সাঁতারে অতিথি হয়ে মন্ত্রী–সচিব আসলেই সাংবাদিকদের প্রশ্ন থাকে ইলেকট্রনিক স্কোরবোর্ড নিয়ে।

নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম কমপ্লেক্সে আজই (মঙ্গলবার) প্রথম এসেছেন। ক্রিকেট বোর্ড লাগোয়া সাঁতার কমপ্লেক্সে এসে মন্ত্রী পাপনের প্রতিক্রিয়া, ‘ক্রিকেট বোর্ডের এত কাছে, এরপরও এত দিন আসা হয়নি। আজ এসে ভালোই লাগছে। সাঁতার ফেডারেশনের সঙ্গে দুই বার বসেছি। স্কোরবোর্ডের সমস্যার বিষয়টি জানি, আজ নিজেও দেখলাম। এনএসসির সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। আগে কি হয়েছে না হয়েছে এসব নয়। সাত দিনের মধ্যে জানাতে বলেছি কিভাবে এটা সচল করা যাবে জানাতে।’

বিগত মন্ত্রীও একাধিকবার স্কোরবোর্ড নিয়ে মন্তব্য করেছিলেন। বিষয়টি সংসদীয় কমিটি পর্যন্ত উঠেছিল, এরপরও সাঁতার ফেডারেশনের কষ্ট নিরসন হয়নি, এমনকি ঠিকাদার প্রতিষ্ঠানের বিপক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ শক্তিশালী অবস্থানও নিতে পারেনি। জাতীয় ক্রীড়া পরিষদের নির্মাণ ও সংস্কার কাজ নিয়ে প্রশ্ন ওঠে প্রায়ই। পাপনের আমলে নির্মাণ মান ও ঠিকাদার তদারকি কেমন হয় সেটাই দেখার বিষয়।

স্কোরবোর্ড ছাড়া সাঁতারের বড় সমস্যা গ্যাস। জাতীয় ক্রীড়া পরিষদ সাঁতার কমপ্লেক্সের পাশের রেস্টুরেন্টে গ্যাস সরবরাহ করেছে। এজন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ লাইন বিচ্ছিন্ন করেছে সাঁতারের। ফলে শীতের দিন অনুশীলন বন্ধ থাকে পানি গরম না হওয়ায়। এই সমস্যার সমাধানের আশ্বাস দিলেন পাপন, ‘বিষয়টি নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি চিকিৎসাজনিত কারণে দেশের বাইরে। ফিরলে আশা করছি সমাধান করা যাবে।’

মিরপুরের পাশাপাশি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেও একটি সুইমিংপুল রয়েছে সাঁতার ফেডারেশনের। নাজমুল হাসান পাপনের মা আইভী রহমানের নামে সেই সুইমিংপুলের নামকরণ হয়েছে আগেই। সেই পুল সংস্কার নিয়ে পাপন বলেন, ‘ওই পুলে যাইনি, শুনেছি। পুলটি সংস্কার ও আরও কিছু চাহিদা রয়েছে তাদের। এই অর্থ বছরে সম্ভব হয়নি, আগামী অর্থ বছরের জন্য আমরা সাহায্য করার চেষ্টা করব।’

যুব ও ক্রীড়মন্ত্রী হয়ে পাপন বিভিন্ন ফেডারেশনের সঙ্গে বসছেন। প্রায় ৫০ টি ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর পাপনের পর্যবেক্ষণ, ‘আমি এখনও শিক্ষণীয় পর্যায়ে আছি। কয়েকটি ফেডারেশন পেশাদারিত্ব ও সঠিকভাবে চলছে, এদের মধ্যে সাঁতার অন্যতম। নদীমাতৃক দেশে অবশ্যই সাঁতারে ভালো করা উচিৎ। সাঁতার আমাদের গুরুত্বপূর্ণ ফেডারেশনের তালিকায় রয়েছে।’ পাপন তার এক পর্যবেক্ষণ আবারও পুনরাবৃত্তি করে বলেন, ‘সব খেলায় বিশ্বকাপ খেলা সম্ভব না। কিছু খেলা বিশ্বকাপ, এশিয়ান গেমস, কিছু দক্ষিণ এশিয়ান বা অলিম্পিকে খেলবে– এরকম একটা পরিকল্পনা করে আগানো দরকার। একটা খেলা শুধু জাতীয় পর্যায়েও হতে পারে। যে জাতীয় সেরা, তাকেও আমাদের সম্মান জানানোর দরকার আছে।’

সাম্প্রতিক সময়ে ক্রীড়াঙ্গনে দুটি বড় ঘটনা ঘটেছে। ফিফা বাফুফের সিনিয়র সহ-সভাপতিকে জরিমানা ও সাবেক স্টাফদের নিষিদ্ধ করেছে। লিগের নানা ঘটনায় ৩১ টি শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে হকি ফেডারেশন। এ নিয়ে প্রশ্ন উঠলে পাপন বলেন, ‘এক খেলায় এসে আরেক খেলা নিয়ে কথা বললে অন্য খেলা হাইলাইটস হয়। এই বিষয়ে পরে আলাদাভাবে কথা বলব। কোনো বিষয় পুরোপুরি না জেনে মন্তব্য করা যায় না।’ উপস্থিত সাংবাদিক মন্ত্রীকে বলেন, ‘ফিফা রিপোর্টে বাফুফের অসঙ্গতি বিশদ তুলে ধরা হয়েছে।’ এরপরও পাপন বলেন, ‘এদের সঙ্গে আলাদা আলাদা আবার বসতে হবে এসব নিয়ে। এখন এদের সঙ্গে বসতে চাই না। বর্তমান ক্রীড়া বাজেটে ফেডারেশনগুলোকে সেভাবে উন্নয়ন ফান্ড প্রদান করা যায় না। সামনে বাজেট, এটা নিয়ে কাজ চলছে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]