25727

03/13/2025 ডোমিনিকান-জ্যামাইকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের বৈঠক

ডোমিনিকান-জ্যামাইকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

২৯ মে ২০২৪ ১২:৩৯

ডোমিনিকান ও জ্যামাইকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তারা হলেন, ডোমিনিকান পররাষ্ট্রমন্ত্রী রবার্টো আলভারেজ ও জ্যামাইকার পররাষ্ট্রমন্ত্রী কামিনা জনসন স্মিথ।

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া এবং বারবুডার রাজধানী সেন্ট জনসে স্থানীয় সময় মঙ্গলবার (২৮ মে) জাতিসংঘ আয়োজিত ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ সম্মেলনের ফাঁকে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে বৈঠক ক‌রেন তিনি।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা, মানুষে মানুষে যোগাযোগ, সংস্কৃতি, শিল্প, শিক্ষা, বাণিজ্য এবং পর্যটনে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

এর আগে নিউইয়র্কে জাতিসংঘে কানাডার স্থায়ী প্রতিনিধি বব রে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ক‌রেন। বর্তমান প্রেক্ষাপট বি‌বেচনায় বব রে রোহিঙ্গা সংকট নিরসন নিয়ে কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী তাকে জানান, নিজ দেশ থেকে উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এই রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়া একমাত্র সমাধান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]