25738

09/17/2024 উপস্থাপিকা মৌসুমী মৌয়ের যৌতুক মামলায় স্বামীর জামিন

উপস্থাপিকা মৌসুমী মৌয়ের যৌতুক মামলায় স্বামীর জামিন

আদালত প্রতিবেদক

২৯ মে ২০২৪ ১৫:১৬

মডেল ও উপস্থাপিকা মৌসুমী মৌয়ের (কামরুন্নাহার মৌসুমী) যৌতুক আইনে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তার স্বামী আরিফ বিল্লাহ হক।

বুধবার (২৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন।

এ দিন আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, স্বামী-স্ত্রীর মধ্যকার স্বাভাবিক লেনদেনকে যৌতুক হিসেবে তুলে ধরা হয়েছে। টাকাগুলো এক প্রকার ধার হিসেবে নেওয়া হয়েছিল। মোট টাকার বড় একটি অংশ ইতোমধ্যে পরিশোধও করা হয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের ২০ অক্টোবর আরিফ বিল্লাহ হকের সঙ্গে মডেল ও টিভি উপস্থাপিকা কামরুন্নাহার মৌসুমী ওরফে মৌসুমী মৌ পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আরিফ একজন কোচিং শিক্ষক।

মামলায় মৌসুমী মৌয়ের অভিযোগ, আরিফ তার কাছ থেকে বিভিন্ন সময়ে সাত লাখ ৯৫ হাজার টাকা নিয়েছেন, যা যৌতুকের টাকা হিসেবে দাবি করা হয়েছে। একইসঙ্গে যৌতুকের টাকার জন্য আরিফ তাকে মারধর করেছেন বলেও অভিযোগ করেন মৌ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]