25808

09/17/2024 রেমা‌লে ক্ষয়ক্ষতি, শেখ হাসিনাকে জাপা‌নের প্রধানমন্ত্রীর চিঠি

রেমা‌লে ক্ষয়ক্ষতি, শেখ হাসিনাকে জাপা‌নের প্রধানমন্ত্রীর চিঠি

নিজস্ব প্রতিবেদক

৩০ মে ২০২৪ ১৮:১২

বাংলা‌দে‌শে ঘূর্ণিঝড় রেমা‌লে ক্ষয়ক্ষ‌তির ঘটনায় শোক প্রকাশ ক‌রে‌ প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে চি‌ঠি লিখেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

বৃহস্পতিবার (৩০ মে) ঢাকায় জাপান দূতাবাস এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

চি‌ঠি‌তে জাপা‌নের প্রধানমন্ত্রী ব‌লেন, আমি এটা জেনে গভীরভাবে দুঃখিত যে, বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ফলে বহু মূল্যবান প্রাণহানি হয়েছে। বিশেষ করে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ফুমিও কিশিদা ব‌লেন, জাপান সরকারের পক্ষ থেকে আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এছাড়াও আমি দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

জাপা‌নের প্রধানমন্ত্রী ব‌লেন, জাপান সরকার ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য চেষ্টার কোনো কমতি রাখবে না। আমি আবারও বলতে চাই যে, জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]