25855

09/20/2024 জ্বালানি তেলের সঙ্গে বাড়ছে পরিবহন ভাড়া!

জ্বালানি তেলের সঙ্গে বাড়ছে পরিবহন ভাড়া!

অর্থনৈতিক প্রতিবেদক

১ জুন ২০২৪ ১৮:১৮

দেশের বেশির ভাগ গণপরিবহন চলে সিএনজি গ্যাসের মাধ্যমে। ব্যক্তিগত পরিবহনেও সিএনজির ব্যবহার হচ্ছে। তবে দূরপাল্লার রুটে ব্যক্তিগত পরিবহনে ব্যবহার করতে হয় তেল। সরকারের সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার (১ জুন) থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ছে। ফলে ভাড়ায় চালিত প্রাইভেট কারের ভাড়া আগের তুলনায় কিছুটা বাড়ছে।

এর আগে গত বৃহস্পতিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য ১০৭ টাকা লিটার থেকে ৭৫ পয়সা বৃদ্ধি করে ১০৭ টাজা ৭৫ পয়সা করা হয়েছে। পেট্রোলের বিদ্যমান মূল্য ১২৪ টাকা ৫০ পয়সা লিটার হতে ২ টাকা ৫০ পয়সা বৃদ্ধি করে ১২৭ টাকা করা হয়েছে এবং অকটেনের বিদ্যমান মূল্য ১২৮ টাকা ৫০ পয়সা হতে ২ টাকা ৫০ পয়সা বৃদ্ধি করে ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই সিদ্ধান্ত আজ (১ জুন) থেকে কার্যকর হয়েছে। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি এর প্রভাব পড়েছে নানা খাতে।

রাজধানীতে ভাড়ায় প্রাইভেট কার চালানো মো. ফারুক হোসেন বলেন, ‘আমার গাড়ি গ্যাসে চলে। ঢাকার মধ্যে তেল লাগে না। ঢাকার বাইরে ট্রিপে গেলে তো তেল লাগবে। তখন তো খবর বাড়বে। আমারও ভাড়া বাড়ানো লাগবে।’

গোপালগঞ্জের রেন্ট এ কার ব্যবসায়ী মো. নূরুল ইসলাম শেখ বলেন, ‘তেলের দাম বাড়ানো আমাদের ওপর বাড়তি একটা চাপ। আগে যে ভাড়া ৩ হাজার টাকা ছিল, এখন সেটা ৩৫০০ নিতে হবে। আমাদেরও কিছু করার নাই।'

এদিকে জ্বালানি তেলের দামবৃদ্ধি নিয়ে মোটরসাইকেল চালকদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। মো. হান্নান নামের একজন মোটরসাইকেলচালক বলেন, ‘লিটার দুই টাকা, আড়াই টাকা সমস্যা না। এটা আসলে গায়ে লাগবে না।’

তবে যারা মোটরসাইকেলে রাইড শেয়ার করেন, তারা বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। আমান উল্লাহ নামের রাইড শেয়ারকারী বলেন, ‘আড়াই টাকাও টাকা। দিনে আমার ৩ লিটার তেল লাগে। সেখানে সাত টাকা, সাড়ে সাত টাকা বাড়তি আসলে গায়ে লাগবে না। কিন্তু সব কিছুর যেখানে দাম বেশি। সেখানে দুই টাকাও তো টাকা। যাত্রী তো ভাড়া বেশি দেবে না।’

সংশ্লিষ্টদের মতে জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রভাব পড়তে পারে পণ্য পরিবহন খাতে। সবজি বিক্রেতা মো. কামাল হোসেন মনে করেন,পণ্য পরিবহনকারীরা এর সুযোগ নেবেন।

রাজধানীর মোহাম্মদপুরের এই ব্যবসায়ী বলেন, ‘লিটারে দুই টাকা, তিন টাকা বাড়লেও গাড়িওয়ালা ভাড়া বাড়াইবো। সবাই সুযোগের অপেক্ষায় থাকে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]