25892

09/17/2024 গণতান্ত্রিক চেতনা থেকে যেভাবে ভোট দরকার তা হয়নি: সিইসি

গণতান্ত্রিক চেতনা থেকে যেভাবে ভোট দরকার তা হয়নি: সিইসি

নিজস্ব প্রতিবেদক

২ জুন ২০২৪ ১৪:০০

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, হলফনামার তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়ার এখতিয়ারে সীমাবদ্ধতা আছে নির্বাচন কমিশনের (ইসি), গণতান্ত্রিক চেতনা থেকে যেভাবে ভোট দরকার তা হয়নি।

রোববার (০২ জুন) দুপুরের দিকে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে টিআইবির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।

এর আগে, নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ মোট ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি ছাড়াও অংশ নেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান ও নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]