26046

09/19/2024 কণ্ঠনালীতে রোগ, আগের মতো গাইতে পারছেন না তাহসান

কণ্ঠনালীতে রোগ, আগের মতো গাইতে পারছেন না তাহসান

বিনোদন ডেস্ক

৫ জুন ২০২৪ ১৩:৪৯

কণ্ঠ দিয়ে সংগীতপ্রেমীদের মন জয় করে নিয়েছেন তাহসান খান। এবার সেই কন্ঠনালীতেই রোগ বাসা বেঁধেছে তার। হেটেরোটোপিয়া নামক এক রোগে আক্রান্ত তিনি। যা তাকে আগের মতো গান গাইতে অক্ষম করে তুলছে।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে নিজের রোগাক্রান্তির খবর জানান তাহসান। সেসময় ওই ভিডিও সাক্ষাৎকারে তিনি জানান, ২০১৮ সালে এই রোগ ধরা পড়ে তার। জানতে পারেন ভোকাল কর্ডের অসুস্থতায় ভুগছেন তিনি। এরপর থেকেই আগের মতো গান গাইতেন পারেন না। বর্তমানে কণ্ঠনালীর চিকিৎসা চালাচ্ছেন তাহসান। তবে ভবিষ্যতে স্বাভাবিকভাবে গান গাইতে পারা নিয়ে রয়েছে শঙ্কা।

ওই সাক্ষাৎকারে তাহসান আরও জানান, মাঝেমাঝে গান গাইতে পারলেও যখন সমস্যা বেড়ে যায় তখন গাইতে পারেন না। শ্রোতাদের উদ্দেশে গায়কের ভাষ্য, ‘ভবিষ্যতে যদি আমার কনসার্ট কমে যায় অথবা আমার লাইভে গান গাওয়া কমে যায় তাহলে মনে করবেন আমার এই সমস্যাটার কারণেই আমি আর গাইতে পারছি না।’

তবে তাহসান চান আবারও আগের মতো গান গাইতে। কন্ঠনালীর রোগ থেকে মুক্তি পেতে। অনুরাগীদের কাছে দোয়া চান তিনি।

সংগীতে তাহসানের উত্থান ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে। ব্যান্ডটিতে তার গাওয়া বেশকিছু গান শ্রোতাপ্রিয়তা পায়। পরে একক ক্যারিয়ারের দিকে মন দেন তিনি। সেখানেও হন সফল। অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]