2605

04/10/2025 প্রাইম ব্যাংক এমডির পদত্যাগ

প্রাইম ব্যাংক এমডির পদত্যাগ

সময়নিউজ ডেস্ক

১০ ডিসেম্বর ২০২০ ০১:১৭

মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ আগে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাহেল আহমেদ পদত্যাগ করেছেন। বুধবার (০৯ ডিসেম্বর) রাহেল আহমেদ পদত্যাগের খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আরও ভালো কিছু করতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা লাগবে।

প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮ ডিসেম্বরের সভায় রাহেল আহমেদের পদত্যাগপত্র অনুমোদন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

প্রাইম ব্যাংক সূত্র জানায়, চলতি বছরের ১৩ ডিসেম্বর হিসেবে রাহেল আহমেদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এমডি হিসেবে তার মেয়াদ না বাড়ানোর খবর পেয়ে তিনি আগেই পদত্যাগ করেছেন।

২০১৭ সালের ১৪ ডিসেম্বর প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন রাহেল আহমেদ। তার আগে তিনি প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরীর বিরুদ্ধে পর্ষদের কাছে বিভিন্ন অভিযোগ দিয়ে তিনি এমডি হিসেবে নিয়োগ পান বলে ব্যাংকের একটি সূত্র জানিয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]