26081

09/17/2024 ঢামেক থেকে নবজাতক চুরির ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন

ঢামেক থেকে নবজাতক চুরির ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

৫ জুন ২০২৪ ২০:০৮

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ড থেকে নবজাতক চুরির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (৫ জুন) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের সই করা এক আদেশে তদন্ত কমিটি গঠন করা হয়। আদেশে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

তদন্ত কমিটির সদস্যরা হলেন, গাইনি বিভাগের অধ্যাপক ডা. ফিরোজা ওয়াজেদ, শিশু বিভাগের অধ্যাপক ডা. লুৎফন্নেছা ও সহকারী পরিচালক (প্রশাসন) মো. আব্দুর রহমান।

তাদের মধ্যে গাইনি বিভাগের অধ্যাপক ডা. ফিরোজা ওয়াজেদকে সভাপতি, শিশু বিভাগের অধ্যাপক ডা. লুৎফন্নেছাকে সদস্য ও সহকারী পরিচালক (প্রশাসন) আব্দুর রহমানকে সদস্য সচিব করা হয়।

উল্লেখ্য, সোমবার (৩ জুন) দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে ২১২ নম্বর ওয়ার্ড থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া কন্যা শিশুকে চুরি করে নিয়ে যান এক নারী। এই ঘটনায় ওই নবজাতকের বাবা শরিফুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানা একটি মামলা দায়ের করেন। ঘটনার ২৮ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত ওই নবজাতককে উদ্ধার করতে পারেনি পুলিশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]