26088

09/19/2024 অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘ভয়ডরহীন’ ক্রিকেটই খেলল ওমান

অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘ভয়ডরহীন’ ক্রিকেটই খেলল ওমান

ক্রীড়া ডেস্ক

৬ জুন ২০২৪ ১০:৪০

ম্যাচের আগে ওমানের অধিনায়ক জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চান তারা। তাই ‘মাইটি অস্ট্রেলিয়ার’ বিপক্ষে নয়, অন্য আরেকটি ম্যাচ হিসেবে ধরেই মাঠে নেমেছিল দলটি। অজিদের বিপক্ষে আজ ওমান ভয়ডরহীন ক্রিকেট খেলেছে বটে, তবে শেষ পর্যন্ত পাত্তা পায়নি মিচেল মার্শের দলে কাছে। অজিদের দেয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান করে ওমান, ফলে অস্ট্রেলিয়া ম্যাচটি জিতে নিয়েছে ৩৯ রানের ব্যবধানে।

ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওমানের অধিনায়ক আকিব ইলিয়াস। বল হাতে তাঁর দল শুরটাও করেছিল ভালোই। তৃতীয় ওভারেই ট্রাভিস হেডের উইকেট তুলে নেন বিলাল খান। এরপর অধিনায়ক মিচেল মার্শও সাজঘরে ফিরেন ১২ রান করেই। এমনকি ওমানের বিপক্ষে ম্যাচে আজ ০ রান করেই ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েলও।

তবে অজিদের হয়ে আজ দুর্দান্ত খেলেছেন মার্কাস স্টয়নিস। আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আরেক অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার। এক প্রান্তে ধরে খেলে ওয়ার্নার আজ করেছেন ৫১ বলে ৫৬ রান। অপরপ্রান্তে স্টয়নিস ছিলেন আগ্রসী। ২৭ বলে ফিফটি তুলে নেয়া এই অজি ব্যাটার আজ অপরাজিত ছিলেন ৩৬ বলে ৬৭ রান করে। এ দুজনের ১০২ রানের জুটিতেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে অস্ট্রেলিয়া।

অজিদের দেয়া চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়েছে ওমান। প্রথম ৬ ওভারে স্কোরবোর্ডে ৩০ রান না উঠতেই সাজঘরে ফিরেন টপ অর্ডারের তিন ব্যাটার। দুই ওপেনারের পর আউট হন অধিনায়ক আকিব।

শুরুতেই তিন উইকেট হারানো ওমান এরপর উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। তবে দলীয় ৫৭ রানে ৬ উইকেট হারালেও অজিদের বিপক্ষে আজ পুরো ২০ ওভারই ব্যাট করেছে ওমান। ২ চার আর ২ ছয়ে আয়ান খান ৩০ বলে ৩৬ রান করে ফেরার পর ১৬ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেছেন মেহরান খান।

তবে শুরুতে দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়া ওমান শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত থামতে হয়েছে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান করেই। ফলে ৩৯ রানের জয় পায় মিচেল মার্শের দল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]