26098

09/17/2024 রাইড শেয়ারিংয়ের আড়ালে হেলমেট চুরি করতেন তিনি

রাইড শেয়ারিংয়ের আড়ালে হেলমেট চুরি করতেন তিনি

নিজস্ব প্রতিবেদক

৬ জুন ২০২৪ ১১:৪৭

মোটরসাইকেলের হেলমেট চুরির অভিযোগে মো. সিফাত উল্লাহ মোস্তফা (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ জুন) রাতে তেজগাঁও থানার বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিফাত রাইড শেয়ারিংয়ের আড়ালে এসব হেলমেট চুরি করেন। তার কাছ থেকে ৩টি হেলমেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৬ জুন) তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান।

তিনি জানান, সিফাত একজন ধূর্ত চোর। তিনি শুধু দামি দামি হেলমেট চুরি করেন। এই কাজের সুবিধার জন্য তিনি রাইড শেয়ারিংয়ের কাজ করেন। রাইড শেয়ারিংয়ের সুবাদে তিনি সহজেই যেকোনো মোটরসাইকেল পার্কিংয়ে যেতে পারেন। পার্কিংয়ে গিয়ে কৌশলে হেলমেট চুরি করে পালিয়ে আসেন। আর এসব কাজে যাতে তিনি ধরা না পরেন সেজন্য তার মোটরসাইকেলের নাম্বার প্লেটও পরিবর্তন করে ফেলেন!

তিনি আরও জানান, তার আসল নাম্বার প্লেটের পরিবর্তে ভুয়া নাম্বার প্লেট লাগিয়েই চলাফেরা করেন তিনি। গতকাল এই কৌশলে হেলমেট চুরি করতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩টি হেলমেট উদ্ধার করা হয়। চুরির কাজে ব্যবহৃত তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]