26282

03/13/2025 উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক

১১ জুন ২০২৪ ১৫:১৩

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বখতিয়র সাইদভকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ জুন) তাসখন্দে উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উজবেক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পররাষ্ট্র সচিব হাছান মাহমুদের পক্ষে বাংলাদেশ সফরের জন্য সাইদভকে একটি চিঠি হস্তান্তর করেন।

উজবেক পররাষ্ট্রমন্ত্রী দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ে জোর দেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]