26292

09/17/2024 কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার

কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার

জেলা সংবাদদাতা, বান্দরবান

১১ জুন ২০২৪ ১৭:১৬

বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ মে) সকালে রুমা পাইন্দু ইউপির জুরবারাং পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত কেএনএফ সদস্যের নাম ভানলাল থিয়াং বম (৩৭)। তিনি জুরবারাং পাড়া এলাকার লালমিন সম বমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবানের রুমার পাইন্দু ইউনিয়নের দুর্গম এলাকা জুরবারাং পাড়ার জঙ্গলে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহটির গায়ে পরিহিত পোশাকটি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যের। তাই ধারণা করা হচ্ছে, যৌথ বাহিনীর চলমান সন্ত্রাস বিরোধী অভিযানে পালানোর সময় পাহাড় থেকে পড়ে গিয়ে তিনি মারা গেছেন। কারণ মরদেহের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন থাকলেও গুলির দাগ পাওয়া যায়নি।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]