263

03/14/2025 চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্তের পর আশেপাশের বাড়ি লকডাউন

চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্তের পর আশেপাশের বাড়ি লকডাউন

চট্টগ্রাম প্রতিনিধি

৪ এপ্রিল ২০২০ ১৬:৩৮

চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকার এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় ওই এলাকার ছয়টি বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন। নগরের চকবাজার থানা পুলিশ শুক্রবার (৩ এপ্রিল) রাতে  দামপাড়া ১ নম্বর গলির এ ছয়টি বাড়ি লকডাউন করেছে।

এর আগে বন্দরনগরী চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৬৭ বছর বয়সী এই রোগীর করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে সীতাকুণ্ডের বিআইটিআইডি ল্যাবে। ব্রঙ্কাইটিসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চট্টগ্রামে এটিই প্রথম করোনা রোগী শনাক্তের ঘটনা।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

জেলার সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, শুক্রবার ৩৩ জনের নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পরীক্ষা করা হয়। সেখান থেকে একজনের রেজাল্ট পজেটিভ এসেছে। আক্রান্ত ওই রোগীকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা প্রদান করা হচ্ছে। রাতেই তার বাড়ি লকডাউন করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]