26589

09/17/2024 রাতেই ধেয়ে আসছে তীব্র ঝড়, নদীবন্দরে সতর্কসংকেত

রাতেই ধেয়ে আসছে তীব্র ঝড়, নদীবন্দরে সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন ২০২৪ ১৯:২৭

কয়েকদিনের মধ্যে সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়ার আভাস রয়েছে। তবে প্রতিদিনই কোনো না কোনো অঞ্চলের ওপর দিয়ে তীব্র বেগে ঝড় বয়ে যাচ্ছে। এতে গাছপালা কিংবা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দৈনিক তিনবার আগাম সতর্কবার্তা দিয়ে আসছে আবহাওয়া অফিস।

মঙ্গলবারও (২৫ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে দিবাগত রাত ১টার মধ্যে দেশের ১০টি অঞ্চলে তীব্র ঝড়ের কথা জানানো হয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরকেও সর্তকসংকেত দেখানোর নির্দেশও দেয়া হয়।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের সতর্কবার্তায় বলা হয়েছে- ঢাকা, টাঙ্গাইল, পাবনা, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড়ের শঙ্কা রয়েছে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। তাই এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]