2668

04/03/2025 রাজধানীতে বাসচাপায় গুলশান থানার এসআই নিহত

রাজধানীতে বাসচাপায় গুলশান থানার এসআই নিহত

ডেস্ক রিপোর্ট

৩১ ডিসেম্বর ২০২০ ১৫:৫০

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় গাড়িচাপায় গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩৩) নিহত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) রাত ১১টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের কাছে দ্রুতগতির একটি বাস কামরুল ইসলামকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান গুলশান থানা পুলিশের এ উপপরিদর্শক। বিমানবন্দর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো.শহিদুল্লাহ জানান, কামরুলকে গাড়ি চাপা দিয়ে বাসটি পালিয়ে গেছে। তবে এখনো গাড়িটি শনাক্ত করা যায়নি।

কামরুল ইসলাম সপরিবার গুলশান থানার কাছে ভাড়া বাসায় থাকতেন। তার একটি কন্যাসন্তান রয়েছে। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]