প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধ, সনাক্ত ও মোকাবেলায় বাংলাদেশের জন্য ৮৫০ কোটি টাকা (১০০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। শনিবার (৪ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) সারাবিশ্বে মহামারি রূপ নিয়েছে। উন্নত দেশগুলোও এই মহামারি মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে মহামারি প্রতিরোধ, শনাক্তকরণ এবং প্রতিক্রিয়া জানাতে এবং জনস্বাস্থ্যের জরুরি অবস্থার মোকাবিলায় এই অর্থায়নের অনুমোদন দিয়েছে সংস্থাটি।
এ বিষয়ে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, কোভিড -১৯ মোকবেলায় বাংলাদেশ সরকারের সঙ্গে খুব নিবীড়ভাবে কাজ করছে বিশ্ব ব্যাংক। এই অর্থায়ন করোনা মহামারি ঠেকাতে বাংলাদেশের জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে।