27089

03/15/2025 বলিউডে অভিনেত্রীদের মদ্যপান গোপন করা হতো: মনীষা কৈরালা

বলিউডে অভিনেত্রীদের মদ্যপান গোপন করা হতো: মনীষা কৈরালা

বিনোদন ডেস্ক

৮ জুলাই ২০২৪ ১২:৪২

হিমালয়কন্যা নেপালের কোলে বেড়ে ওঠা মনীষা কৈরালা বলিউডে এসে বিস্তার করেছিলেন সম্রাজ্য। দীর্ঘদিন ধরে রেখেছিলেন এ আসন। মন খুলে অভিনয় করার মতো কথাও মন খুলে বলেন অভিনেত্রী। ফলে তার মুখ দিয়ে ফাঁস হয়েছে বলিউডের অনেক গোপন তথ্য। এ অভিনেত্রীর কথানুযায়ী, বলিউডে অভিনেত্রীর মদ্যপানের কথা গোপন রাখা হতো।

ভারতীয় সংবাদমাধ্যমকে মনীষা বলেন, ‘সওদাগর’-এর সময়ে কোমল পানীয়ের সঙ্গে ভদকা মিশিয়ে আমাকে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল মদ্যপান করছি, সেটা কাউকে না জানাতে। আমি কোমল পানীয় খাচ্ছি, সেটাই বলতে বলা হয়েছিল।’’

মনীষা জানান, বিষয়টা তিনি পরে তার মাকে জানিয়েছিলেন। কিন্তু তার মা সব সময় সত্যি কথা বলার পরামর্শ দেন মেয়েকে।

মনীষা বলেন, ‘‘যদি আমি কারও সঙ্গে সম্পর্কে জড়াই, তা হলে আড়াল করব কেন? কেউ আমাকে তার জন্য বিচার করতেই পারেন। কিন্তু আমি আমার নিজের শর্তে বাঁচতে চাই।’’

কথাপ্রসঙ্গে মনীষা জানান, সেই সময় ইন্ডাস্ট্রিতে নায়কের একাধিক প্রেমিকা থাকা নিয়ে কোনো সমস্যা ছিল না। মনীষার কথায়, ‘‘কিন্তু অভিনেত্রীদের ক্ষেত্রে বলতে হত, ‘না, না আমায় কেউ স্পর্শ করেনি!’ ফলে অনেকেই মনে করতেন যে, অভিনেত্রীদের সঙ্গে সহজেই সম্পর্কে জড়ানো যায়।’’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]