27208

04/04/2025 হাড় ভেঙ্গেছে উর্বশীর, ভর্তি হাসপাতালে

হাড় ভেঙ্গেছে উর্বশীর, ভর্তি হাসপাতালে

বিনোদন ডেস্ক

১০ জুলাই ২০২৪ ১৬:৪৯

বলিউড সুন্দরীদের মধ্যে অন্যতম উর্বশী রাউতেলা। বি-টাউন থেকে কান সৈকত পর্যন্ত ছড়িয়েছেন সৌন্দর্যের দ্যুতি। পারিশ্রমিকও হাঁকান আকাশাচুম্বী। মিনিটে উর্বশীর আয় কোটি রুপি। এবার এ লাস্যময়ীর অনুরাগীদের জন্য মন খারাপ করা খবর। মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুটিং ফ্লোরে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী উর্বশী। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, তেলুগু সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণর আসন্ন সিনেমা ‘এনবিকে ১০৯’-এর শুটিং চলাকালীন এই ঘটনা ঘটে।

হায়দরাবাদে এই শুটিং হচ্ছিল। একটি অ্যাকশন দৃশ্য রেকর্ড করার সময় দুর্ঘটনাটি ঘটে। চোট পান উর্বশী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, অভিনেত্রীর হাড় ভেঙেছে। তবে শরীরে কোন অঙ্গে আঘাত তা এখনও জানা যায়নি।
অভিনেত্রীর টিম জানিয়েছে, প্রবল যন্ত্রণার মধ্যে রয়েছেন তিনি। চিকিৎসকরা সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন। এদিকে উর্বশীর চোটের খবর পেয়ে উদ্বিগ্ন তার অনুরাগীরা। তারকার দ্রুত আরোগ্য কামনা করছেন তারা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: shomoynews2012@gmail.com, shomoynews@yahoo.com