27432

04/04/2025 মাদক-কাণ্ডে গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রীর ভাই

মাদক-কাণ্ডে গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রীর ভাই

বিনোদন ডেস্ক

১৬ জুলাই ২০২৪ ১২:৫৩

মাদক-কাণ্ডে ভারতীয় পুলিশ গ্রেফতার করেছে বলিউড অভিনেত্রী রাকুল প্রীতির ভাইকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শোনা গেছে, গতকাল সোমবার মাদক যোগের অভিযোগে রাকুলের ভাই অমনপ্রীত সিংকে গ্রেফতার করেছে তেলেঙ্গানা অ্যান্টি-নারকোটিক ডিপার্টমেন্ট। ২.৬ কেজি কোকেন হায়দরাবাদে পাচার করা হয়েছে। এমনই খবর ছিল তদন্তকারী অফিসারদের কাছে। সেই তথ্য তালাশ করতে গিয়েই প্রায় ৩০ জন ক্রেতার তালিকা তৈরি করা হয়।

পুলিশ সূত্রে খবর, এই ক্রেতাদের মধ্যে থেকে পাঁচজনের তালিকা তৈরি করা হয়। এই তালিকাতেই অমনপ্রীতের নাম ছিল। পাঁচজনকেই থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের টেস্টিং কিট দিয়ে তাদের মূত্র পরীক্ষা করা হয়। তাতে মাদক পাওয়া যায়। এরপর অভিযুক্তদের গ্রেফতার করা হয় বলে খবর। শিগগিরিই প্রত্যেককে আদালতে পেশ করা হবে।

বিয়ের পর থেকেই রাকুলের জীবন থেকে শান্তি দূর হয়েছে। একের পর এক অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। কদিন আগে তার শ্বশুর তথা বলিউড প্রযোজক বাসু ভাগনানির কোটি কোটি টাকা ধার-দেনার খবর এসেছিল। এবার অভিনেত্রীর ভাইকে আটক করল পুলিশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]