27547

04/04/2025 অলিম্পিক ভিলেজে বক্সিং কোচের মৃত্যু

অলিম্পিক ভিলেজে বক্সিং কোচের মৃত্যু

ক্রীড়া ডেস্ক

২৮ জুলাই ২০২৪ ১৩:২৬

প্যারিস অলিম্পিকের শুরুতেই এলো দুঃসংবাদ। গত শুক্রবার গেমস উদ্বোধনের কিছু সময় আগে মারা গেছেন সামোয়ার বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতো। এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন।

সিন নদীর তীরে জমকালো আয়োজনে উদ্বোধন হয়েছে প্যারিস অলিম্পিকের। তার আগে গেমস ভিলেজে অবস্থান করছিলেন সামোয়ার বক্সিং কোচ। সেখানেই মৃত্যু হয় তার। ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যেতে পারেন।

আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বক্সিং কোচের মৃত্যুতে আমরা আইবিএ পরিবার সমবেদনা জানাচ্ছে। সামোয়ার জাতীয় বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতোর পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতিও আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। খেলাধুলার প্রতি লিওনেলের অবদান উদাহরণ হয়ে থাকবে। তার অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

বক্সিং কোচের মৃত্যুর বিষয়টি জানিয়েছে সামোয়ার অলিম্পিক কমিটিও। উল্লেখ্য, প্যারিস অলিম্পিকে বক্সার আতো প্লডজিকি সামোয়ার প্রতিনিধিত্ব করছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]