27564

03/13/2025 ১১ ঘণ্টা শিথিলের পর ফের কারফিউ শুরু

১১ ঘণ্টা শিথিলের পর ফের কারফিউ শুরু

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই ২০২৪ ১৮:২৭

ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে বুধবার (২৮ জুলাই) সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা শিথিলের পর ফের কারফিউ বহাল হয়েছে। এদিকে কারফিউ শিথিলের সময় রাজধানীতে অফিস-আদালত, বাজার-ঘাটে ছিল কর্মচাঞ্চল্য।

তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন মোড়ে চলছে চেকপোস্ট বসিয়ে তল্লাশির পাশাপাশি নিয়মিত টহল।

কারফিউয়ের বিরতি বাড়ানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান জানান, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় তিনদিন (রোববার, সোমবার ও মঙ্গলবার) কারফিউ অব্যাহত থাকবে। তবে এই তিনদিন কারফিউ শিথিলের সময় আরও দুই ঘণ্টা করে বাড়ানো হয়েছে। সে হিসেবে এই তিনদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা, হামলা ও ভাঙচুর শুরু হলে গত ১৯ জুলাই থেকে সারাদেশে কারফিউ ঘোষণা করা হয়। এ সময় তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গত বুধবার থেকে অফিস খোলার ঘোষণা দেওয়া হয়। চালু হয় ব্যাংক লেনদেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]