27579

09/19/2024 প্রেসক্লাবের সামনে পুলিশের ব্যাপক প্রস্তুতি

প্রেসক্লাবের সামনে পুলিশের ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই ২০২৪ ১৩:১৫

বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশব্যাপী বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচিকে ঘিরে জাতীয় প্রেসক্লাবে ব্যপক প্রাস্তুতি নিয়েছে পুলিশ। প্রেসক্লাবের সামনের সড়কে সাঁজোয়া যানসহ বিভিন্ন পয়েন্টে শতাধিক পুলিশ সদস্য অবস্থান করছেন। তবে বেলা ১২টায় জড়ো হওয়ার কথা থাকলেও প্রেসক্লাব এলাকায় আন্দোলনকারীদের দেখা যায়নি।

সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাব ও আশেপাশের এলাকা ঘুরে এসব চিত্র দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কের দুই পাশ বন্ধ করে দিয়েছে পুলিশ। ফলে সড়কটি প্রায় ফাঁকা হয়ে গেছে। প্রেসক্লাবের ফটকের সামনে অবস্থান নিয়েছে পুলিশ। পাশেই একটি সাঁজোয়া যান অবস্থান করছে। এছাড়া পল্টন মোড়সহ সড়কের বিভিন্ন পাশে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আন্দোলনকারীদের যেকোনো ধরনের জমায়েত রুখতে সড়কে সেনাবাহিনীর সদস্যদেরও টহল দিতে দেখা গিয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]