2761

04/27/2024 সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা হু’র

সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা হু’র

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারী ২০২১ ১৫:৫২

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী। গেল সপ্তাহে ৫০ লাখ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। আক্রান্তের পাশাপাশি বিশ্বব্যাপী মৃত্যুহারও উর্ধ্বমুখী। গেল সপ্তাহেই বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ হাজারেরও বেশি মানুষ। হয়তো শিগগিরই বিশ্বব্যাপী প্রতি সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যু হতে পারে।

এমনটি আশঙ্কা করেছেন হু’র জরুরি সেবা কার্যক্রমের প্রধান ডা. মাইক রায়ান।

সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় চলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) নির্বাহী বোর্ডের ১৪৮তম সভা। ভার্চুয়াল এই সভায় সোমবার (১৮ জানুয়ারি) তিনি এ আশঙ্কার কথা জানান।

তিনি আরো জানান, বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ কোটি। এ অবস্থায় দিনে দিনে ভয়াবহ রূপ নিচ্ছে ভাইরাসটি।

সূত্র : আনাদোলু এজেন্স

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]