27632

09/20/2024 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই ২০২৪ ১০:৪২

দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে আজ দুপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজধানীর বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণায় উল্লেখ করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৩০ জুলাই) সংগঠনটির অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিবৃতিতে জানানো হয়, সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম–খুনের প্রতিবাদে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির মধ্য দিয়ে জাতিসংঘের মাধ্যমে তদন্তপূর্বক বিচারের দাবি এবং ছাত্রসমাজের ৯ দফা দাবিও তুলে ধরবেন শিক্ষার্থীরা।

কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা ও একাত্মতা ঘোষণা করতে সারা দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সকল নাগরিকের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সেই সাথে সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মীসহ সব শ্রেণি-পেশার নাগরিককে সহযোগিতা ও একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]