27696

09/19/2024 ‌‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তাল ঢাকার আদালত

‌‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তাল ঢাকার আদালত

আদালত প্রতিবেদক

১ আগস্ট ২০২৪ ১৫:১৭

চলমান কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থী ও আইনজীবীরা। মিছিলটি ঢাকা আইনজীবী সমিতি থেকে শুরু হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

আরও পড়ুনঃ জামায়াতকে নিষিদ্ধের প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যে : আইনমন্ত্রী

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থী ও আইনজীবী এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ ছেড়ে দেওয়া হয়েছে ৬ সমন্বয়ককে

এ সময় চলমান কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার সাধারণ শিক্ষার্থীদের মুক্তি চেয়ে ‘আমার ভাই জেলে কেন? খুনিরা বাইরে কেন?’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]