27718

09/19/2024 ভুয়া কল ঠেকাতে এআই প্রযুক্তি ব্যবহার করবে গুগল

ভুয়া কল ঠেকাতে এআই প্রযুক্তি ব্যবহার করবে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৩ আগস্ট ২০২৪ ১১:০০

কয়েক বছর থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে হ্যাকিং ও জালিয়াতির ঘটনা বাড়ছে। এ নিয়ে এবার উদ্যোগী হয়েছে গুগল। ভুয়া কল ঠেকাতে এআই প্রযুক্তি ব্যবহার করবে গুগল। নতুন এই ফিচার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, গুগল একটি এআই এর মাধ্যমে পরিচালিত স্ক্যাম ডিটেকশন ফিচার তৈরি করছে। স্প্যাম ও স্ক্যাম কল শনাক্ত করতে জেমিনি ন্যানো এআই আনছে গুগল।

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্প্যাম কল বন্ধ করার পাশাপাশি রিপোর্ট ও ব্ল্যাকলিস্টের অপশন পাবেন। নতুন এআই ফিচার কল প্যাটার্ন, ভয়েসসহ একাধিক পদ্ধাতিতে হ্যাকারদের শনাক্ত করবে।

গুগল এআই সিস্টেমে কোনো কল সন্দেহজনক মনে হলে ব্যবহারকারীরা আগেই সতর্ক হতে পারবেন। সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থাও নিতে পারবেন ব্যবহারকারীরা।

এই ফিচারের মাধ্যমে তারা ম্যানুয়ালি স্ক্যাম কল রিপোর্ট করার অপশনও পাবেন। বর্তমানে ট্রুকলারে এমন কিছু ফিচার থাকলেও গুগলের নতুন এই ফিচার অনেকটা ব্যতিক্রম।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]