27737

09/19/2024 মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

৩ আগস্ট ২০২৪ ১৫:০৯

কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় নিহত, গণগ্রেপ্তারের প্রতিবাদ ও ৯ দফা দাবি আদায়ে মিরপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) দুপুর ১টার পর থেকে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে জড়ো হয়ে প্রধান সড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। তারা সম্মেলিতভাবে জাতীয় সংগীত গেয়ে আনুষ্ঠানিক বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের অবস্থানের কারণে দুপুর দেড়টা থেকে মিরপুর-১০ গোল চত্বরে এলাকাসহ প্রধান সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীদের থেকে কয়েক মিটার দূরে মিরপুর-২ এর দিকে পুলিশ অবস্থান নেয়৷ পরে মিরপুর মডেল থানার ডিসি, এডিসি, ওসিসহ অনান্য পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীদের কাছে ডেকে কথা বলেন। তারা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে অবস্থান নিতে বলেন। কোনও বহিরাগত এসে যেন কোনও ধরনের সহিংসতা করতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে বলেন।

এদিকে এদিন মিরপুর-১০ এর আশপাশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অবস্থান নিয়েছেন। দুপক্ষের মাঝে কোনও সংঘাত যেন না হয় সে জন্য পুলিশ সতর্ক আছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]