27848

09/20/2024 অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় প্রস্তুত মালয়েশিয়া

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় প্রস্তুত মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট ২০২৪ ১৪:২৪

বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আলাপকালে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠন ও পুনঃস্থাপনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথা বলেছেন।

বুধবার (১৪ আগস্ট) নিজের ফেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম।

পোস্টে তিনি লেখেন, ‘গতকাল আমি আমার পুরোনো বন্ধু মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলাম; বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় ব্যক্তিগতভাবে তাকে অভিনন্দন জানাতে।’

আনোয়ার ইব্রাহিম আরও লেখেন, ‘মালয়েশিয়ার সাথে ইউনূসের দীর্ঘদিনের ভাল সম্পর্ক রয়েছে। সুতরাং, আমি তাকে আশ্বাস দিয়েছি যে, মালয়েশিয়া বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠন ও পুনঃস্থাপনে অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য ও সমর্থন করতে প্রস্তুত।’

সংখ্যালঘুসহ সব বাংলাদেশিদের অধিকার রক্ষার আশ্বাস দেওয়ায় ইউনূসের প্রতি আমি খুব খুশি বলেও উল্লেখ করেছেন আনোয়ার ইব্রাহিম। দুই দেশের ভ্রাতৃত্ববোধের সম্পর্ক আরও জোরদার করতে যত দ্রুত সম্ভব বাংলাদেশে যাওয়ার জন্য ইউনূস আহ্বানও জানিয়েছেন, লেখেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]