27904

09/20/2024 ফোন চেকিংয়ের বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

ফোন চেকিংয়ের বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট ২০২৪ ১৮:১৬

১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে পথচারীদের ফোন চেক করাও হচ্ছে। যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

এদিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পথচারীদের পাশাপাশি দায়িত্বরত সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্র-জনতার বিরুদ্ধে। সেখানে হ্যান্ড মাইকে সাংবাদিকদের ছবি না তুলতে এবং ভিডিও না করতে নিষেধ করা হচ্ছে।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে, যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা

ফোন চেকিংয়ের ঘটনায় বিভিন্ন জনের তরফ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া আসার পর এটির নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছেন, ছাত্রলীগ ফোন চেক করলেও প্রাইভেসি লঙ্ঘন, আপনারা আজকে যেটা করলেন সেটাও প্রাইভেসি লঙ্ঘন। প্রাইভেসি লঙ্ঘন যেই করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]