27998

03/14/2025 কথা রাখলেন না রাসেল!

কথা রাখলেন না রাসেল!

ক্রীড়া ডেস্ক

১৯ আগস্ট ২০২৪ ১৬:৪৪

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে লম্বা সময় পর দলে ফিরেছিলেন আন্দ্রে রাসেল। জানিয়েছিলেন, নিয়মিতই খেলবেন ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তাকে দলে না রাখতে বোর্ডকে অনুরোধ করেছিলেন তিনি। তাই এই সিরিজের দলে রাখা হয়নি তাকে।

প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

রাসেল ছাড়াও এই সিরিজে বিশ্রামে থাকবেন আরও দুই নিয়মিত ক্রিকেটার। অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার ও পেসার আলজারি জোসেফ নিজেকে সরিয়ে নিয়েছেন। তাছাড়া চোটের কারণে দলে নেই ওপেনার ব্র্যান্ডন কিং।

আগামী শুক্রবার শুরু হবে টি-টোয়েন্টি সিরিজটি। তিনটি ম্যাচই হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল:

রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেইস (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, ফ্যাবিয়ান অ্যালেন, জনসন চার্লস, ম্যাথু ফর্ড, শিমরন হেটমায়ার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ওবেড ম্যাককয়, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, শারেফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]