28021

04/04/2025 বকেয়া বেতন চাওয়ায় নির্যাতন, আমার সংবাদের সম্পাদক আটক

বকেয়া বেতন চাওয়ায় নির্যাতন, আমার সংবাদের সম্পাদক আটক

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট ২০২৪ ১৩:৫২

অনেকদিন ধরে বেতন না দিয়ে সাংবাদিকদের নির্যাতন করে আসছিলেন দৈনিক আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজা। সর্বশেষ সাংবাদিকরা বকেয়া বেতনের দাবি জানালে তাদের অফিসে আটকে রাখে নির্যাতন করেন হাশেম রেজা। এমন অভিযোগ পেয়ে তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।

সোমবার রাতে অফিস থেকে হাসেম রেজাকে আটক করা হয়।

ভুক্তভোগীরা জানান, কালেরকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল নোমান এক সময়ে আমার সংবাদে কাজ করতেন। বকেয়া বেতন চাওয়ায় তার ওপর হামলা চালান আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা।

এ সময় নোমানসহ আরও কয়েকজনকে জিম্মি করে রাখা হয়। এ সময় প্রতিষ্ঠানটির এডমিন আজাদ হোসেন তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে রাখেন বলে অভিযোগ উঠেছে।

এরপর বাইরে অন্যদের কাছে সাহায্য চাইলে তারা সেনাবাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনীরা সদস্যরা গিয়ে সাংবাদিকদের উদ্ধার করেন এবং আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজাকে আটক করে নিয়ে যান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]