28069

09/20/2024 পুলিশের তিন কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার

পুলিশের তিন কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট ২০২৪ ১৬:০৯

এবার বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার। তারা সবাই বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। বুধবার (২০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদেরকে অবসরে পাঠানোর কথা জানানো হয়।

এদের মধ্যে মো. আসাদুজ্জামান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়াও মো. আনোয়ার হোসেন উপপুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদফতর, ঢাকা (অতিরিক্ত আইজি সুপারনিউমারারি) এবং মো. আতিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদফতরে কর্মরত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]