2813

09/20/2024 পোলার্ডের মৃত্যুর গুজব ইন্টারনেটে

পোলার্ডের মৃত্যুর গুজব ইন্টারনেটে

ক্রীড়া ডেস্ক

৩০ জানুয়ারী ২০২১ ১৯:৩৩

ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক গুজব খবরে মেতেছে ক্রিকেটবিশ্ব। শুক্রবার (২৯ জানুয়ারি) থেকে কয়েকজন ইউটিউবার দাবি করতে থাকেন, ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের অলরাউন্ডার কাইরন পোলার্ড।

মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে। পোলার্ডের মৃত্যুর গুজব সংক্রান্ত মোট চারটি ভিডিও দেখা গেছে ইউটিউবে। ফেইসবুকেও কয়েকটি ভিডিও পাওয়া গেছে। টুইটারেও ছড়ানো হয়েছে এ খবর।

কিন্তু পুরো খবরটি একেবারেই মিথ্যা। মজার বিষয় হলো, ইন্টারনেটে যখন পোলার্ডের মৃত্যুসংবাদ ছড়ানো হচ্ছিল তখন শেখ জায়েদ স্টেডিয়ামে আবু ধাবি টি-টেন লিগে খেলছিলেন তিনি। এবারের টি-টেন লিগে ডেকান গ্ল্যাডিয়েটর্সকে নেতৃত্ব দিচ্ছেন পোলার্ড।

যদিও বতর্মানে বাংলাদেশে থাকার কথা ছিল পোলার্ডে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সফর থেকে নিজেকে সরিয়ে নেন এ অলরাউন্ডিার। পরে বোঝা যায়, টি-টেন খেলতেই ঢাকায় আসেননি এই তারকা।

এমন মিথ্যা খবর ছড়ানোয় হতাশা প্রকাশ করেছেন অনেকে। ব্যাকিং দ্য ট্রুথ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়, ‘এমন গুজব দেখে হতাশ হলাম। তিনি জীবিত আছেন, লিগ খেলছেন। মৃত্যুর খবর দেখে আমার তো হার্টঅ্যাটাক হওয়ার জোগাড়।’

সুরেশ ভিজে নামের এক ভারতীয় লিখেছেন, ‘ভুয়া নিউজ। পোলার্ড সুস্থ আছেন, ভালো আছেন।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]