28142

09/20/2024 বিচার পাব কিনা জানি না, যতটা সম্ভব প্রতিবাদ করব!

বিচার পাব কিনা জানি না, যতটা সম্ভব প্রতিবাদ করব!

বিনোদন ডেস্ক

২৫ আগস্ট ২০২৪ ১২:১৯

পশ্চিমবঙ্গে আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ন্যাক্কারজনক ঘটনার রেশ এখনও কাটেনি। বিচার না পাওয়া পর্যন্ত মাঠ ছাড়ছেন না কাঁটাতারের ওপারের জনসাধারণ। সেখানে সমানতালে প্রতিবাদ জানাচ্ছেন বিনোদন মহলের ব্যক্তিত্বরাও; বলা যায় প্রায় প্রত্যেক তারকা-শিল্পীরাই কঠোরভাবে এই ন্যাক্কারজনক কাণ্ডের বিচার চেয়েছেন।

সম্প্রতি আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে একটি প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয়। সেখানে যোগ দিয়ে এই ঘটনার প্রতিবাদে কথা বলেন টালি অভিনেত্রী পাওলি দাম। তিনি সাংবাদিকদের জানান, ‘বিচার পাব কিনা জানি না। তবে আমাদের পক্ষে যতটা সম্ভব প্রতিবাদ করব। কারণ আজ এই ২০২৪ সালে দাঁড়িয়ে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার আশু প্রয়োজন। তাই রোদ, ঝড়, জল, বৃষ্টি সব উপেক্ষা করেই পথে নামছি আমরা।’

পাওলি আরও বলেন, ‘তবে শুধু কাজের ক্ষেত্রে নয়। বর্তমান অবস্থায় দাঁড়িয়ে ছেলে মেয়ে নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা চাই। বাড়ি থেকেই এই নিরাপত্তা শুরু হবে। রাস্তায় নিরাপত্তা চাই। কাজ করতে গিয়ে যেন শান্তিতে কাজ করতে পারি। সেখানেও নিরাপত্তা চাই। আমার প্রিয় শহরে, কলকাতার বুকে এমন একটা জঘন্য ঘটনা ঘটেছে, এটা ভাবতেই পারছি না। এদিকে আমরা নিজেদের শিক্ষিত বলে জাহির করি। আর সেখানেই কিনা এমন ঘটনা! কঠিন আইনের খুব দরকার।’

এদিন কলকাতায় এই আর্টিস্ট ফোরামের সমাবেশে যোগ দেন দেব, রূপা গঙ্গোপাধ্যায়সহ অনেককেই যোগ দিতে দেখা যায়। দেব ও রূপয়া পাশাপাশি বসে অনেকক্ষণ এই বিষয়ে আলোচনাও করেন বলে জানা যায়। এছাড়াও টালিউডের আরও একাধিক নামী মুখকেও দেখা যায় এই সমাবেশে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]