28165

04/08/2025 সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব আমাদের নিতে হবে : জামায়াত

সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব আমাদের নিতে হবে : জামায়াত

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট ২০২৪ ১৮:২২

চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নূরুল আমিন বলেছেন, আমাদের সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব আজ আমাদের নিতে হবে। গোটা সমাজ ব্যবস্থা কলুষিত হয়ে গেছে।

শনিবার (২৪ আগস্ট) রাতে আকবর শাহ থানা জামায়াত আয়োজিত সমাজকর্মীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ নুরুল আমিন বলেন, সমাজ পরিবর্তনের জন্য নেতৃত্ব আজ আমাদের নিজ কাঁধে তুলে নিতে হবে। ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাইকে কাছে টেনে নিয়ে আমাদের কাজ করতে হবে।

আকবর শাহ থানার আমির অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে থানা সেক্রেটারি রেজাউল করিম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফসার উদ্দিন শাহীন, ওয়ার্ড আমির মোরশেদ জিয়াউদ্দিন, জামায়াত নেতা মো. নুরুল আলম, ইউসুফ চৌধুরী ও ডা. শাহাদাত হোসেন বক্তব্য রাখেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]