28235

03/13/2025 কাউন্টিতে খেলবেন সাকিব

কাউন্টিতে খেলবেন সাকিব

ক্রীড়া ডেস্ক

২৭ আগস্ট ২০২৪ ১৭:৩১

দিন দুয়েক আগেই রাওয়ালপিন্ডিতে ইতিহাস সৃষ্টি করে টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ। যেখানে স্বাগতিক পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা।

দ্বিতীয় টেস্টের আগে শঙ্কা তৈরি হয়েছে সাকিবকে নিয়ে। দেশে হত্যা মামলা হয়েছে তার নামে। এরই মধ্যে দেশে ফিরিয়ে আনতে লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে বলে খবর।

তবে এর মধ্যে জানা গেল ভিন্ন এক খবর। জানা গেছে, পাকিস্তান থেকে টেস্ট শেষ করে ইংল্যান্ডে যাবেন সাকিব আল হাসান। সেখানে ইংলিশ কাউন্টিতে খেলার কথা রয়েছে। বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, এনওসির বিষয়টা বোর্ডকে আগে থেকেই জানিয়েছিলেন সাকিব। কাউন্টিতে সারে ক্লাবের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলার কথা টাইগার অলরাউন্ডারের।

আগামী ৯ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচটি খেলার কথা সাকিবের। প্রতিপক্ষ সামারসেটের বিপক্ষে খেলবে সারে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]