28264

09/19/2024 অতিরিক্ত সময়ের গোলে ফাইনালে এগিয়ে বাংলাদেশ

অতিরিক্ত সময়ের গোলে ফাইনালে এগিয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

২৮ আগস্ট ২০২৪ ১৬:০২

সাফ অ-২০ ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা লড়াইয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে চলমান ফাইনাল ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে আছে।

নির্ধারিত ৪৫ মিনিট শেষে রেফারি ২ মিনিট ইনজুরি সময় দেন। সেই ইনজুরি সময় বাংলাদেশ লিড নেয়। বক্সের বাইরে বাংলাদেশি ফরোয়ার্ড মিরাজুল ইসলামকে ফাউল করে। রেফারি ফ্রি কিকের বাঁশি বাজান।

বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নেন মিরাজুল। বাঁকানো শটে নেপালী গোলরক্ষক সম্পূর্ণ পরাস্ত হন। সাইড পোস্টে লেগে বল জালে জড়ায়। বাংলাদেশের গোলের সঙ্গে সঙ্গে আনফা কমপ্লেক্সের গ্যালারি নীরব হয়।

পুরো স্টেডিয়ামজুড়ে ছিল নেপালের সমর্থন। ম্যাচে অবশ্য নেপালই বেশি প্রাধান্য বিস্তার করেছে। বল পজেশন ও আক্রমণে স্বাগতিকরাই এগিয়ে ছিল। গোলের সুযোগও মিস করেছে কয়েকটি। বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকবার আক্রমণ করলেও সেই রকম সুযোগ তৈরি করতে পারেনি।

গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ ১-২ গোলে নেপালের কাছে হেরেছিল। আজ ফাইনালে মধুর প্রতিশোধ নেয়ার মঞ্চ। প্রথমার্ধের এই লিড বাকি সময় বজায় রাখতে পারলে বাংলাদেশের হাতেই উঠবে শিরোপা। দ্বিতীয়ার্ধে নেপাল সমতা আনলে নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে সরাসরি টাইব্রেকারে গড়াবে। দুই দলই সেমিফাইনালে টাইব্রেকারে জিতে ফাইনালে উঠেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]