2827

04/05/2025 যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা

যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

২ ফেব্রুয়ারি ২০২১ ১৬:০১

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে মো. রাজিব (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ সময় তার স্ত্রী সুমা আক্তার মরিয়মকেও (২৫) কোপানো হয়।

সোমবার (০১ জানুয়ারি) রাত ৯টার দিকে যাত্রাবাড়ীর কাজলা কাঠের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের মামাতো ভাই জিহাদ জানান, রাত ৯টার দিকে তিনজন বাসায় ঢুকে রাজিব ও মরিয়মকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসকরা রাজিবকে মৃত ঘোষণা করেন। মরিয়ম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি জানান, টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে রাজিবের ভায়রা ইজাজুল (২৮) এ ঘটনা ঘটাতে পারে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]