28281

03/12/2025 আইজিপির সঙ্গে ইউএন মানবাধিকার বিষয়ক প্রতিনিধিদলের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে ইউএন মানবাধিকার বিষয়ক প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট ২০২৪ ২০:১১

বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলামের সাথে সাক্ষাৎ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের এক প্রতিনিধি দল।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে সাক্ষাৎকালে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের এশিয়া-প্যাসিফিক সেকশনের প্রধান ররি মুনগওভেন তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন এশিয়া-প্যাসিফিক সেকশনের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা লিভিয়া কসেঞ্জা ও অ্যালেকজান্ডার জেমস আমির এল জুন্ডি।

সাক্ষাৎকালে আইজিপি প্রতিনিধিদলকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]