28283

04/04/2025 রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি

রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট ২০২৪ ১০:৩৪

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও অংশ নিচ্ছেন দলটির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠক কিছুক্ষণ আগে শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রাশিয়ার রাষ্ট্রদূত।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]