28361

09/20/2024 শেষ বিকেলে বাংলাদেশকে পথ দেখাচ্ছেন স্পিনাররা

শেষ বিকেলে বাংলাদেশকে পথ দেখাচ্ছেন স্পিনাররা

ক্রীড়া ডেস্ক

৩১ আগস্ট ২০২৪ ১৮:৩২

সাকিব আল হাসান চাপ বাড়িয়েছেন। মেহেদি হাসান মিরাজ পেয়েছেন উইকেট। রাওয়ালপিন্ডি টেস্টের শেষ বিকেলে এসে বাংলাদেশকে বলতে গেলে স্বপ্ন দেখাচ্ছেন দুই স্পিনার। মাঝে মোহাম্মদ রিজওয়ানের উইকেট তুলে নিয়েছেন পেসার নাহিদ রানা। স্পিনারদের দারুণ স্পেলের সুবাদে পাকিস্তানকে প্রথম ইনিংসে চেপে ধরেছে বাংলাদেশ।

তৃতীয় সেশনে শুরুটা করেছিলেন নাহিদ রানা। দুর্দান্ত এক ডেলিভারিতে রিজওয়ানকে নাজমুল হোসেনের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন এই গতি তারকা। লাফিয়ে ওঠা বলে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দেন আগের ম্যাচে দারুণ ছন্দে থাকা রিজওয়ান। তার আউটে ষষ্ঠ উইকেট হারায় পাকিস্তান।

২৪ রানের জুটির পর মিরাজের বলে তুলে মারতে গিয়ে আউট হন খুররাম শেহজাদ। ক্যাচ দিয়েছেন মিড–অফে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসানকে। মিরাজ পেয়ে যান নিজের তৃতীয় উইকেট। এরপরেই সাকিব আল হাসানের বলে ক্যাচ মিস করেন মুমিনুল হক। জীবন পান মোহাম্মদ আলী।

তবে সেটার সুবিধা পাকিস্তান নিতে পারেনি। মোহাম্মদ আলী বেশি ক্ষণ টিকলেন না। মিরাজের বলে স্লিপে সাদমান ইসলামের ক্যাচ হয়েছেন। মিরাজ নিলেন চতুর্থ উইকেট, পাকিস্তান হারাল অষ্টম ব্যাটসম্যান।

পুরোদিনে বোলিং পারফর্ম্যান্স ভাল হলেও বাংলাদেশকে ভুগিয়েছে ফিল্ডিং। সাকিবের বলে আগা সালমান, মিরাজের বলে খুররম শেহজাদ এবং নাহিদ রানার বলে সৌদ শাকিলের ক্যাচ মিস করেছিলেন বাংলাদেশের ফিল্ডাররা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]