28373

04/03/2025 গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৬

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৬

গোপালগঞ্জ থেকে

১ সেপ্টেম্বর ২০২৪ ১০:২০

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ আহত হয়েছেন। রোববার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এই ঘটনা ঘটে।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সজিব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালের দিকে বাস ও ট্রাকটির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি গাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় এলে অপর পাশ থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

ওসি আরও জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]