28489

03/13/2025 কুয়েতে ইরানি জাহাজ ডুবে নিহত অন্তত ৬

কুয়েতে ইরানি জাহাজ ডুবে নিহত অন্তত ৬

আন্তর্জাতিক ডেস্ক

৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৮

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের জলসীমায় ইরানের একটি বাণিজ্যিক জাহাজডুবির ঘটনায় অন্তত ছয় ক্রু সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের বন্দর ও সামুদ্রিক নৌচলাচল কর্তৃপক্ষের প্রধান নাসের পাসানদেহ বলেছেন, রোববার কুয়েতের জলসীমায় ইরানের বাণিজ্যিক জাহাজ আরবআখতার-১ ডুবে গেছে। জাহাজটিতে ভারতীয় ও ইরানি ছয়জন ক্রু ছিলেন।

তবে কী কারণে জাহাজডুবির এই ঘটনা ঘটেছে, সেই বিষয়ে আইআরএনএর প্রতিবেদনে কোনও তথ্য জানানো হয়নি। ইরানের সরকারি একজন কর্মকর্তা বলেছেন, নিখোঁজ ক্রু সদস্যদের মরদেহের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

এছাড়া ইরান এবং কুয়েতের যৌথ প্রচেষ্টায় ডুবে যাওয়া জাহাজের তিন ক্রুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নাসের পাসানদেহ।

সূত্র: এএফপি

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]