2856

04/03/2025 দেশীয় অস্ত্রে ভরপুর ইউপি চেয়ারম্যানের বাড়ি

দেশীয় অস্ত্রে ভরপুর ইউপি চেয়ারম্যানের বাড়ি

জেলা সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

৭ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫৭

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার চরচারতলা ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকারের বাড়ি ও একই গ্রামের লতিফবাড়ি-খন্দকারবাড়ি, খাঁবাড়ির বিভিন্ন ঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদের নেতৃত্বে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাহমুদ জানান, বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় সংঘর্ষ হয়। কিছু দিন আগে এই এলাকায় একটি হামলায় উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সির ছোট ভাই মো. জামাল মুন্সি টেঁটাবিদ্ধ হয়ে মারা যান। এর পর থেকেই পুলিশ বিভিন্ন সময়ে আসামিদের গ্রেফতার করতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় শনিবার দিনভর চরচারতলা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।

এ সময় বিভিন্ন বাড়ি থেকে বিপুল পরিমাণে টেঁটা, কাচের বোতল, হেলমেট, বর্ষাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এই অস্ত্র উদ্ধারের বিষয়ে আলাদা কোনো মামলা হবে কিনা তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]