28663

04/04/2025 সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৬

সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৬

সিরাজগঞ্জ থেকে

৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৪

সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জাহাঙ্গীর আলম (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে শহরের নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জাহাঙ্গীর আলম তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাটরা গ্রামের মহিউদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন বিভাগের নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, জাহাঙ্গীর আলমকে এখানে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে কয়েকটি পরীক্ষা করে নিশ্চিত হন যে তাকে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে ডেথ সার্টিফিকেটসহ নিহতের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে আজ দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এই দুর্ঘটনায় দুই ভাইসহ পাঁচজন প্রাণ হারান। সেসময় ঘটনাস্থল থেকে কামারখন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা তিনজনের মরদেহ উদ্ধার করেন এবং শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আনার আগে ও পরে আরও দুজনের মৃত্যু হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]