28704

04/04/2025 ‘ভারতের হিন্দুত্ববাদীদের ছাড়া দানব এখন নিয়ন্ত্রণের বাইরে’

‘ভারতের হিন্দুত্ববাদীদের ছাড়া দানব এখন নিয়ন্ত্রণের বাইরে’

আন্তর্জাতিক ডেস্ক

৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১০

গরু রক্ষার নামে ভারতের মুসলিম জনগোষ্ঠী প্রায়ই দেশটির কট্টর হিন্দুত্ববাদীদের দ্বারা আক্রান্ত হয়। এসব হামলায় অনেককে নির্মম পরিণতি বয়ে বেড়াতে হয়।

ভারতীয় লেখক ও সাংবাদিক রুবেন ব্যানার্জী তুর্কি মিডিয়া টিআরটি ওয়ার্ল্ডের এক মতামত কলামে বলেছেন, ভারতে হিন্দুত্ব গো-রক্ষার নামে এমন এক দানবকে সমাজে ছেড়ে দিয়েছে; যা এখন নিয়ন্ত্রণের বাইরে। হিন্দুরাও আক্রান্ত হচ্ছে।

তিনি এই মতামত কলামে রাজধানী নয়াদিল্লিতে কথিত গো-রক্ষকদের হাতে প্রাণ হারিয়েছিলেন এমন একজন ধনী হিন্দু যুবকের ঘটনা তুলে ধরেন। আরিয়ান মিশ্র, ১৯ বছর বয়সী টগবগ যুবক, ২৪ আগস্ট তার বন্ধুদের সাথে ডিনার করতে বেরিয়েছিলেন। তারা গাড়িতে করে যাচ্ছিলেন। সে সময় কিছু উচ্ছৃঙ্খল হিন্দু তাদের মুসলমানদেরকে গরু পাচারকারী ভেবেছিল। তারা আরিয়ানের গাড়ি ধাওয়া করে। এই ধাওয়া ৩০ কিমি চলে। গাড়ি থামানোর পর তারা আরিয়ানকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি মর্মান্তিকভাবে মারা যান।

রুবেন ব্যানার্জি বলেন, গত কয়েকদিন ধরে গো-রক্ষকদের হাতে সাধারণ মানুষের মৃত্যুর খবর খুব গুরুত্বের সঙ্গে প্রকাশিত হচ্ছে। কিন্তু এসব চলছে গত ১০ বছর ধরে।

তিনি বলেন, ভারতের অনেক জায়গায় গরু জবাই ও খাওয়া নিষিদ্ধ। বিষয়টি স্পর্শকাতর কারণ হিন্দুরা গরু পূজা করে। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় এলে তা নিয়ে শুরু হয় রাজনীতি। মুসলমানদের ওপর হামলা বেড়েছে। রুবেন বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে মোদির হিন্দুত্ববাদী দল বিজেপি ভারতে ধর্মীয় পার্থক্য গভীর করতে গরুকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এর মাধ্যমে তারা মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। অন্যদিকে তারা তাদের ভোটব্যাংককে শক্তিশালী করছে।

মোদির দলের কারণে অনেকেই আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। লাঠিসোঁটা ও গুলি করে মানুষ হত্যা। তবে এ জন্য তাদের কোনো ধরনের বিচারের মুখোমুখি হতে হবে না।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সর্বত্র মানুষ হয়রানির শিকার হচ্ছে। গত সপ্তাহে, কিছু চরমপন্থী মহারাষ্ট্রে এক বৃদ্ধকে গরুর মাংস বহন করার অভিযোগে হয়রানি করেছিল। কিন্তু পরে জানা যায়, তিনি তার মেয়ের জন্য মহিষের মাংস নিচ্ছেন। অন্যদিকে, উত্তরপ্রদেশের একটি স্কুলে বিরিয়ানি আনায় সাত বছরের এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। হরিয়ানায় পশ্চিমবঙ্গের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এই লেখক তার মতামত কলামে বলেছেন, আর্য মিশ্র হত্যার পর অনেকেই এর সমালোচনা করছেন। তবে হিন্দুত্ববাদীরা আফসোস করছে যে একজন হিন্দু যুবককে মুসলমান বলে হত্যা করা হয়েছে। তবে যুবকটি মুসলমান হলে তারা হত্যার বিষয়টি স্বীকার করতে পারত।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]